শুক্রবার শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি আশরাফুন নূর চৌধুরী বলেন,গত কয়েকদিন আগে শ্রীভূমি শহরের রাস্তার কাজ শুরু হয়। সেই কাজগুলো নাকি অত্যন্ত নিম্নমানের ছিল বলে জানান তিনি। রাস্তা নাকি চলার অযোগ্য হয়ে পড়েছে। তাই আগামী ৭ দিনের মধ্যে সঠিকভাবে শ্রীভূমির রাস্তা পুনঃনির্মাণের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।