রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় অলচিকি পিজি কোর্স চালু হওয়ার পর ডান্স ও মিউজিক কোর্স চালুর দাবিতে স্মারকলিপি জমা দিল ভারত জাকা শান্তার পাঠ হওয়ার গাউনতা সংগঠন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, পরিকাঠামো তৈরি হলে সাঁওতালি ডান্স ও মিউজিকের ডিপ্লোমা কোর্স চালু করতে কোনো অসুবিধা নেই।