সোলাকান্দা আদিবাসী কোড়া পাড়ার উদ্যোগে করমা পূজা অনুষ্ঠিত হয়,ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে তাদের আদিবাসী কোড়া সমাজের একাধিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে মাদল ও ধামসা বাজিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার রাত্রি ১ টা নাগাদ।সোলাকান্দর আদিবাসী কোড়া পাড়া সমাজের করমা পূজা পরিচালক সুবল মুদি জানিয়েছেন তাদের করমা পূজা এই পুজো বংশ পরস্পর করে আসছেন । তাই তারা চার দিন ধরে নিরামিষ খেয়ে পাঁচ দিনের দিন উপবাস থেকে