অংকাই-লংকাই,তসলা বাঁধ ভাঙ্গন সংস্কারের দাবিতে জেলা যুব কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি আগামী ১ সেপ্টেম্বর। হাইলাকান্দি জেলায় পূর্ব হাইলাকান্দি এলাকাবাসী প্রায় প্রতিবার ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হোন। তাই এ পরিস্থিতির লাগাম টানতে অংকাই-লংকাই,তসলা বাঁধ ভাঙ্গন জনসাধারণের বৃহত্তর স্বার্থে সংস্কার করার দাবি জানালেও তাহা কার্য্যকর হয়নি। আজ শনিবার হাইলাকান্দিতে এভাবে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন জেলা যুব কংগ্রেস সভাপতি শহিদুল আলম বড়ভুইয়া।