অমৃত ভারত প্রকল্পে নবরূপে সেজে ওঠছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার বরাভূম রেলওয়ে স্টেশন।স্টেশনের সমস্ত দেওয়াল সেজে ওঠেছে স্থানীয় সংস্কৃতি ও দর্শনীয় স্থানের ছবিতে। তবে এত সবের মধ্যেও উল্লেখযোগ্য বিষয় হলো বরাভূম স্টেশনে প্রবেশের মুখেই দেওয়াল বরাবর পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে প্রয়াত বিশিষ্ট স্বাধীনতার সংগ্রামী বিরসা মুন্ডার জীবন কাহিনী।