আসানসোলে রেলের জমি উচ্ছেদ করতে গেলে রেলের অধিকারীক এবং RPF ঘিয়ে বিক্ষোভ রেলের জমি দখল মুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল রেলের আধিকারিক ও আরপিএফ। ঘটনাটি ঘটে আজ দুপুর ১:৩০টায় আসানসোলের কর্পোরেশন মোড় সংলগ্ন ইস্টার্ন রেলওয়ে স্কুলের সামনের ঘটনা। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফে আসানসোলে রেলের জমি দখল মুক্ত অভিযান শুরু করে।কিন্ত দখল মুক্ত করতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন রেলের আধিকারিক ও আরপিএফ বাহিনী। বিক্ষোভ দেখায় আসানসোলের শ্রমিক সংগঠন inttuc নেতা রাজু