ভোটার তালিকার বিশেষ সংশোধনের অজুহাতে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহারে যে 'ভোটার অধিকার যাত্রা' করছেন তাতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মতুয়া সমাজের একাংশ। এই আর্জি নিয়ে মঙ্গলবার তারা অধীর চৌধুরীর সঙ্গে দেখাও করেন। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করানোর জন্য অবেদনও জানান অধীর চৌধুরীকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাহুল গান্ধী সহ দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান অধীর।