পূর্বস্থলী ২ ব্লকের লোহাচুর আদিবাসী শিশু সংঘ ক্লাবের উদ্যোগে এক রাত্রিব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো. উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিশংকর ব্যানার্জি, কমিটির সম্পাদক রঞ্জিত মাহাতো সহ আরো অনেকে. এদিন ফাইনাল খেলায় লক্ষ্মীপুর নূর এল এন এম এইচ একাদশ বনাম জয় মা কালী মহিষ ডাঙ্গার নদীয়ার মধ্যে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর এলএনএমএইচ একাদশ ২-১ গোলে জয় মা কালী মহিষ ডাঙ্গা নদীয়া ক্লাবকে পরাজিত করে শনিবার।