সোমবার সন্ধ্যা সাতটায় আগরতলা রেল স্টেশনে জিয়ার পি থানার পুলিশ এবং আরপিএফ এর রুটিন চেকআপের সময় বহিরাজের দুজনকে গাঁজাসহ গ্রেফতার করে। তাদের একজনের নাম সুমন কুমার গুপ্তা অপরজন সনু কুমার দুজনের বাড়ি বিহারে। তাদের ব্যাগ থেকে ৮ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য ১.৭ লাক্ষ। তার বিরুদ্ধে এমডিপিএস মামলা নেন জিআরপি থানার পুলিশ।