পূর্ব বর্ধমানের গোপালপুরের বাসিন্দা সেখ আজীদ।পেশায় লরি চালক তিনি।৩০ টাকার লটারি কেটে কোটিপতি কিন্তু লক্ষ্মী ঘরে আসতেই ঘুম উড়েছে তার।নিরাপত্তার জন্য তাঁকে গত চারদিন কাটাতে হল থানায়। সেখ আজীদ জানান,সম্প্রতি আসানসোল থেকে ফেরার পথে জাতীয় সড়কের ধারে একটি লটারির দোকান থেকে টিকিট কাটেন তিনি। পরের দিন টিকিট মেলাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না প্রথম পুরস্কার জিতেছেন তিনি। তবে লটারিতে কোটিপতি হয়ে গিয়েও শান্তি নাই