শনিবার লেম্বু ছড়া ফিশারী কলেজের সামনে দ্রুতগতি বেগে এক কমান্ডার জিপ একটি বাইককে সুজোরে ধাক্কা মারে তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় নান্টু দাস নামের এক পূর্ত দফতরের কর্মীর, গাড়িটি দ্রুত বেগে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে এলাকাবাসী সাথে সাথে দমকল কর্মীদের খবর দিলে দমকলকর্মীরা জিবিতে নিয়ে আসলে পরে চিকিৎসারা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।