প্রশাসনের নির্দেশের পরেই সরিয়ে নিতে হচ্ছে দোকান,সমস্যায় প্রায় ৭০০দোকানদার।আরামবাগ শহরে যোগাযোগের মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তার দু’ধার জুড়ে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে একাধিক দোকান।পূর্ত দপ্তরের উদ্যোগে রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মাইকিং করে রাস্তার উভয় দিকে জমি খালি করে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন।অধিকাংশ মালিকরা নিজেরাই দোকান সরিয়ে নিচ্ছেন।ওই দোকান ঘরেই জীবিকা নির্বাহ করে আসছেন তারা।হঠাৎ উচ্ছেদে তারা বিপাকে পড়েছেন।