ছাগল চুরির অপরাধে তিনজনকে গ্রেফাতার করে আদালতে পেশ করলো পুলিশ। জানা যায় গতকাল অর্থাৎ সোমবার বিকেলে হলদিবাড়ি ব্লকের উত্তর বড়ো হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার গজেন্দ্রপুর চৌপথির বাসিন্দা ধীরেন্দ্র নাথ রায় বাড়ির পাশের একটি ফাঁকা যায়াগায় তাঁদের একটি ছাগল বেঁধে রাখেন। বিকেল নাগাদ দেখেন তিনজন যুবক একটি বাইকে করে এসে ছাগলটিকে মাঠ থেকে খুলে তুলে নিয়ে যাচ্ছিলো। এমন সময় প্রতিবেশীদের সহযোগীতায় তাঁদের তিনজনকে আটক করে উত্তমমধ্যম দেওয়া হয়।