চুরের উপদ্রবে অতিষ্ঠ খোয়াই বাসী কিছুদিন পরপরই চুরির ঘটনা ঘটে যাচ্ছে। আজ চেবরী সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। গতকাল রাতে চেবরী সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নর্থ চেবরী ইচ্ছামহী নিম্ন বুনিয়াদ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ১১ টি আলমারি এবং ১৭ টি তালা চুরের দল ভেঙ্গে বিদ্যালয় তছনছ করে বলে জানা যায়।