হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতিহাল পালপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ১১:৩০ নাগাদ অন্যরকম মুডে দেখা গেল রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ কে। বৃহস্পতিবার পাতিহাল পালপাড়া এলাকায় ছিপ হাতে এলাকার একটি পুকুরেতে হঠাৎই মাছ ধরতে দেখা গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কে আর এই দিলীপ ঘোষের মাছ ধরা দেখতে পালপাড়া এলাকায় উৎসাহী মানুষরা ভিড় জমান পুকুর পাড়ে তবে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কোন কিছুই বলতে চাননি তিনি কেন এখানে এসেছেন কি কারন রয়েছে