পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর জোড়াকেউডি সোলডিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়পুর গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্তদান তুচ্ছ নয় রক্তদান,বাচাতে পারে একটি প্রাণ,ইন্দকুড়ি প্রাথমিক বিদ্যালয় ও জয়চন্ডী মন্দির উন্নয়ন কমিটি এবং পুরোহিত গণের আয়োজনে এই রক্তদান শিবির আজ বেলা ১০টা নাগাদ এমনই চিত্র ধরা পরল পাবলিক নিউজের ক্যামেরায়