টিআইএসএফের উদ্যোগে উদয়পুর আর কে পুর মহিলা থানায় কলেজ পড়ুয়া ছাত্রীর হয়ে অভিযোগ। সংবাদে জানা যায় বিশ্রামগঞ্জ থেকে একটি অটো গাড়ি করে উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় যাওয়ার পথে গাড়িতে থাকা যাত্রী কলেজ পরুয়া ছাত্রী সাথে দুর্ব্যবহার করে। সেই ঘটনাই উদয়পুর থানায় অভিযোগ করা হয় শুক্রবার।