স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুবক খুন সোনামুড়ায়।মৃত যুবকের নাম সুলেমান হোসেন। বয়স ২২ বছর । ঘটনার জেরে বুধবার সকাল থেকে ব্যপক চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী মহকুমা সোনামুড়ায়। জিজ্ঞেসাবাদের জন্য রুকসানা বেগম নামের সীমান্ত গ্রাম এন.সি নগরের এক মহিলাকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত খুনিরা গোপন জায়গায় নিয়ে সুলেমানকে খুন করে