ডেঙ্গি নিয়ে এডভাইজারি জারি করল কলকাতা পুর সভার স্বাস্থ্য বিভাগ। দুর্গা পূজা কমিটিদের জন্য জারি করা হল এডভাইজারি। পুজো পন্ডল তৈরি সময় বিশেষ নজরদারি রাখতে হবে বলে সতর্ক করা হল পুজো কমিত্তিগুলিকে। নির্দেশিকায় জানানো হয়েছে মণ্ডপের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জল জমা থেকে ডেঙ্গি বাহক মশা জন্মাতে পারে। তাই যাতে মণ্ডপের আশেপাশে জল না জমে, তার জন্য নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের।।