আজ গোমতী জেলা কার্যালয়ে ৩১ আর.কে.পুর মন্ডল কমিটির সদস্যদের নিয়ে মাননীয়া গোমতী জেলা সভানেত্রী শ্রীমতি সবিতা নাগ, মন্ডল সভাপতি সানি সাহা ও মন্ডল সাধারণ সম্পাদক কুলক চক্রবর্তী এর উপস্থিতিতে মন্ডল কমিটি, মন্ডল মোর্চার সভাপতি সাধারণ সম্পাদক দের নিয়ে ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জীর বিরুদ্ধে ও মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচারের প্রতিবাদে আগামী ২৮ শে আগস্ট সভাকে কেন্দ্র করে সভা হয়।