সাপের কামড়ে এক মহিলার মৃত্যু। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের পখিহাগা এলাকায়। শুক্রবার বেলা দুটো নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলার নাম আমিয়ন বিবি। বয়স আনুমানিক ৫২ বছর বয়স। পরিবার সূত্রে জানা গেছে এদিন ঘর থেকে বাইরে যাওয়ার সময় ঘরের ভেতরে একটি বিষাক্ত সাপ কামড় দেয় এরপর এই মহিলাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।