পশ্চিম মেদনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এর রাম মন্দির কমিটির উদ্যোগে দ্বিতীয় পর্যায় মন্দির নির্মাণের শিলান্যাস। উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রতিষ্ঠাতা রামপ্রসাদ সিনহা সভাপতি প্রদীপ কুমার তেওয়ারি ও রাজকুমার সিনহা, শ্যামল ঘোষ নিমাই পাল সহ অন্যান্য সদস্যবৃন্দদের উপস্থিতিতে দ্বিতীয় দফা মন্দির শিলান্যাস।