অবৈধভাবে মহিষ পাচারের আগে দুজনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম গোপাল থাপা ও গোকুল নেপাল, দুজনেই অসমের বাসিন্দা বলে জানা যায়। জানা যায়, গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির নৌকাঘাট মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় NJP থানার সাদা পোশাকের পুলিশ। সেখানে একটি ট্রাক আটক করে তারা। তল্লাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় ১২ টি মহিষ।