গোসানিমারী কাকিনা রোডের বেহাল রাস্তায় মাল বোঝাই টোটো উল্টে গুরুতর আহত টোটো চালক। শুক্রবার দুপুরে ১২:৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। গোসানীমারী ঢোকার আগেই প্রায় ১০০ মিটার রাস্তা খানাখন্দে ভরা কোথাও ভাঙাচোরা, কোথাও অসমান। অস্থায়ীভাবে ইট দিয়ে গাঁথুনি করলেও সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়, ফলে যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথ ব্যবহার