Baruipur, South Twenty Four Parganas | Sep 12, 2025
২৭৫ পেরিয়ে ২৭৬ এ পা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কল্যানপুরের বন্দোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো। পূজার নৈবদ্য সাজনো থেকে ফল কাটা, পুজোর জোগাড় সবই করেন বাড়ির মেয়েদের সাথে ছেলেরা। সেই রীতি এখনও অব্যাহত আছে বারুইপুরের আদি গঙ্গা সংলগ্ন কল্যানপুরের বন্দোপাধ্যায় বাড়িতে। যা দেখতেই পুজোর কদিন মানুষজনের বিশেষ ভিড় লেগে থাকে।১১৫৭ সালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে জমিদার সহ