"সুরক্ষা মানেই মমতা, তাই ২০২৬-এ ২৫০+ আসন পাবে তৃণমূল, চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়" - দিনহাটায় মন্তব্য শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের। শুক্রবার দুপুর দুটো নাগাদ দিনহাটা কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির পরিদর্শনে পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানান তিনি।