সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের মির্জাপুরে। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। এদিন বিকালে মৃতের পরিজনেরা জানান, মৃত ব্যক্তির নাম স্বাধীন বর্মন, বয়েস আনুমানিক ৪০ বছর, বাড়ি কালিয়াগঞ্জের মির্জাপুরে৷ পরিবারের দাবী শুক্রবার রাতে ঘুমের মধ্যে সাপে ছোবল দেয় তাকে। তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।