শনিবার বারবিশার লস্করপাড়া প্রাণেশ পাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল। জানা গিয়েছে, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/৯২, ১০/৯৩ ও ১০/৯৪ - এই তিনটি বুথের জন্য এদিন ওই শিবিরটি করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, তৃণমূলের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস সহ অন্যরা।