মনসা পূজায় অংশগ্রহণ করলেন সুকুমার মুখোপাধ্যায়। আজ বগা পঞ্চমীর এদিন দুপুর সাড়ে ১১ টা নাগাদ রামপুরহাট ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি সুকুমার মুখার্জি তারাপীঠ ফুলিরডাঙ্গা মা মনসার মন্দিরে পুজো দিলেন। তিনি মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন এবং এলাকার মঙ্গল কামনা করেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে মন্দিরে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়।