রেলের নিচে কাটা পড়ে মৃত ৫০ বছর বয়সী জামাল মিয়ার দেহ রবিবার দুপুরে বাড়িতে আসলে কান্নায় ভেঙ্গে পড়ে তার দুই ছেলে তার দ্বিতীয় স্ত্রী তার বাবা সহ শোক স্তব্ধ ননজলা গ্রাম। মৃত জামাল মিয়ার বাবা 80 বছর বয়সি রশিদ মিয়া জানান তার দ্বিতীয় স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে গতকাল বিকালে রেলের নিচে ঝাঁপ দেয় সে