দুটি টোটো মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হয় এক টোটো চালোক। এরপর জখম টোটো চালককে ইস্থানিয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে জখম টোটো চালকের নাম জেঠু সরেন। বয়স 34 বছর। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার তিরপুর গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রি আটটা নাগাদ মরা পাড়া সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি টোটো চালক মরা পাড়া সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের জেরে এমনই