সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ১৫ তম বিলোনিয়া মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় সিপিআই(এম) বিলোনিয়া অফিসে।১ সেপ্টেম্বর বেলা ১১ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪ ঘটিকা পর্যন্ত চলে সম্মেলন।সম্মেলন শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন বাম নারী নেত্রী বকুল দেবনাথ।শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃত্ব।সম্মেলন উদ্ভোদন করে আলোচনা করেন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী ঝর্না দাস বৈদ্য।