আসানসোলে সাইকেল চুরির অভিযোগে গণধোলাই এক যুবকে ঘটনার সম্বন্ধে জানা যায় গতকাল এক ব্যক্তি তার সাইকেল রেখে কাজের স্থানে ঢুকে তারপর দেখে তার সাইকেল চুরি হয়েছে। চুরির ঘটনা রেকর্ড হয়ে যায় cctv ক্যামেরাই। সেই ফুটেজ থেকে আজ দুপুর ৩টায় আসানসোলের ইমাম আলী লেন থেকে এক যুবকে ধরে ফেলে বলে জানা যায়। এরপর সে সাইকেল চুরির অভিযোগে উক্ত যুবকে বেশ কয়েকজন মিলে মারতে দেখা গেল