উকিল বর্মন এবং কৃষ্ণকান্ত বর্মনের পর এবার নছির মিয়া। বাংলাদেশে বিজিবির বিরুদ্ধে তাকে আটকে রাখার অভিযোগ। ঘটনাস্থল এবার শীতলকুচির শালবাড়ি সীমান্তের।জানা গেছে বুধবার বেলা বারোটায় নাগাদ নাগাদ নছির মিয়ার জমিতে বাংলাদেশিদের গবাদি পশু জমির ফসল নষ্ট করে।এরপর নছির মিয়া ওই গবাদি পশুর পিছু ধাওয়া করে বাংলাদেশে গবাদি পশুর মালিকের বাড়িতে চলে যায়।এরপর বাংলাদেশী লোকজন ভারতীয় ওই ব্যক্তিকে আটক করে বিজিবির হাতে তুলে দেয় বলে অভিযোগ।