চাকদা বেসরকারি ব্যাংকের গোল্ডলোন শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংকের ম্যানেজার ও এক কর্মীকে গ্রেফতার করার পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও ডাকাতি হওয়া সোনার গহনা উদ্ধার করলো চাকদা থানার পুলিশ। আর বুধবার এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলন করলেন রানাঘাট পুলিশ জেলার SP। প্রসঙ্গত গত মাসের 19 তারিখ সন্ধ্যা রাতে চাকদার একটি বেসরকারি ব্যাংকের গোল্ড লোন শাখায় ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 5 জন। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া গহনা।