সন্তানের মঙ্গল কামনা কিংবা সন্তান লাভের আশায় সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার বিশেষ ব্রত উপবাস হল মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী বা ঝিঙে ষষ্ঠী ব্রত। স্থানীয় ভাবে কোথাও কোথাও নদী ষষ্ঠী ব্রত বলেও পরিচিত।মুলত ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত উপবাস করেন বাড়ির বিবাহিত মহিলারা। শুক্রবার দুপুর থেকে সারাদিন ধরে সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর, নয়াগ্রাম সহ একাধিক এলাকায় পালিত হল বিশেষ এই ব্রত।মুলত নদী পাড়ে এই ব্রত পালনের রীতি রয়েছে।