ঘটনাস্থলের পাঁচ কিলোমিটার দূর থেকে উদ্ধার ভাতারের খুড়ুল গ্রামের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যক্তির মৃতদেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মৃতদেহ শনিবার ময়না তদন্তে পাঠালো পুলিশ। গতকাল ভাতারের খুড়ুল গ্রামের লাল কিস্কু নদীতে তলিয়ে যায়। দিনভর তল্লাশি করে তার কোন খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল থেকে ফের বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোক নদীতে তার খোঁজে তল্লাশি চালায়। ঘটনাস্থলের পাঁচ কিলোমিটার দূর ঝিকরডাঙ্গা গ্রাম থেকে উদ্ধার হল ওই ব্যক্তির মৃতদেহ।