পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় এবং শালবনী থানার উদ্যোগে পালিত হয় পুলিশ দিবস। এদিন বিকেল প্রায় ৫টা নাগাদ সালবনির ভাদুতলা ট্রাফিক মোড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শালবনী থানার উদ্যোগে পালন করা হয় পুলিশ দিবস। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয় সচেতনতার।