বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধর।শুক্রবার জেলা হাসপাতাল শক্তিনগর ময়নাতদন্তের পর মৃতদেহটি তুলে দেয়া হলো পরিবারের সদস্যদের হাতে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার অন্তর্গত নন্দনপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই বৃদ্ধ নাম জোড়াত মোল্লা বয়স ৬০।