আসাম হাইস্কুল শিক্ষক সংস্থা ও পূর্বকিত্তারবন্দ হাইয়ার সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে কৃতী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমালায় আজ শনিবার।এতে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক তাপস দত্ত,কাটলিছড়া ব্লক শিক্ষা আধিকারিক নজমুল হক লস্কর, জেলা হাইস্কুল শিক্ষক সংস্থার সভাপতি বিজন কান্তি নাথ,লালা এইচ এস এন্ড এম পি স্কুলের অধ্যক্ষ রথীন্দ্র নাথ,আসাম হাইস্কুল শিক্ষক সংস্থার জেলা সম্পাদক মোহাম্মদ আলী মাঝারভুইয়া সহ বিশিষ্টরা।