ফালাকাটার এথেলবাড়ি খগেনহাট রোডের একাংশ বেহাল হওয়ায় রবিবার ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগীরা। তাঁরা জানান, ভারী গাড়ি চলাচলে ওই রাস্তাটির একাংশ দীর্ঘদিন ধরে বেহাল। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমে গর্তগুলি আরও বিপজ্জনক আকার নিয়েছে। বিশেষ করে যোগীঝোরায় গঙ্গারামের দোকান এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে রাস্তাটি। সেখানে রয়েছে এগারো হাজার ভোল্টের তারের একটি খুঁটি। রাস্তার গর্তে টাল খেয়ে একাধিকবার ওই খুঁটিতে ধাক্কা মেরেছে যানবাহন। স্থান