হেমতাবাদের মিনাপাড়া এলাকা থেকে ধৃত মাদক কারবারিকে জেল হেফাজতের নির্দেশ দিলেন রায়গঞ্জ আদালতের বিচারক। শুক্রবার দুপুর ৩ টায় হেমতাবাদ থানার পুলিস ধৃত ইসমাতুন খাতুন কে রায়গঞ্জ আদালতে পেশ করলে এমন নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হেমতাবাদের মিনাপাড়া এলাকা থেকে দুই শতাধিক বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার করা হয়েছিল ওই মহিলাকে। এই কারবারে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।