SSC পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে রেষারেষির ফলে দুই প্রাইভেটকারের গাড়িচালকের মধ্যে বিতর্ক।দুইটি প্রাইভেটকার গাড়ির মধ্যে ঘর্ষণ, এর ফলে একটি প্রাইভেটকারের গাড়ির বডিতে কালার চোটে যায়। আর তারই ফলে বিতর্কে জড়িয়ে পড়ে দুইটি প্রাইভেটকারের গাড়ির চালক সহ প্রাইভেটকারে থাকা যাত্রীরাও।ঘটনাটি ঘটেছে কেশপুরের পঞ্চমী ছয় নম্বর রাজ্য সড়কের উপর,আজ দুপুর দুটা ত্রিশ মিনিট নাগাদ,এমনই চিত্র ধরা পরল পাবলিক নিউজ এর ক্যামেরায়।ঘটনাস্থলে পৌঁছে যান কেশপুর থানার পু