পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের কেন্দ্যামারী ফেরীঘাটে অভয়ার ন্যায় বিচারের দাবি,মদ এবং মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে আগামী ৪ঠা সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর নিকট ডেপুশানের কর্মসূচি সফল করতে প্রচার অভিযান কর্মসূচি করলো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা প্রতিমা মান্না, আরতি খাটুয়া, খুকুরানী দাস, ইতি মাইতি,নমিতা সামন্ত