পূর্ব বর্ধমান জেলার নবাব হাট ১৯নম্বর জাতীয় সড়ক এলাকায় কারখানার সেটের কাঠামো নির্মাণ চলাকালীন উপর থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সেখ রহিম (২০) বর্ধমান ১নং ব্লকের নলা গ্রামে তার বাড়ি। জানাগেছে গতকাল শুক্রবার সকালে নবাব হাট এলাকার ১৯নং জাতীয় সড়কের পাশে একটি কারখানায় টিনের সেট কাঠামো নির্মাণ করার সময় উপর থেকে নিচে পড়ে গুরুতর জখম হয় ওই যুবক। সঙ্গে থাকা তার সহকর্মীরা তাকে উদ্ধার করে bmch হয়ে নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়