ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে তল্লি গুড়ি এলাকার ঘটনা।ঘটনায় ক্লাবের এক সদস্য কে মারধর ও ক্লাব ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে চুরির ঘটনায় স্থানীয় একটি ক্লাবের দুই পক্ষই বসে মীমাংসা করছিল। সেই সময় পুলিশ পৌঁছে অভিযুক্ত কে তুলতে গেলে ধস্তাধস্তি হয় ।ঘটনায় এক সদস্য আহত হন।পাশাপাশি ক্লাব ভাঙচুর হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে তল্লিগুড়ি এলাকায় রাজ্য সড়কে অবরোধ।