সিতাইয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার। সিতাই থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যা সাতটার দিকে শীলদুয়ার এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নূর ইসলাম মিয়া (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তি হোকোদাহ আদাবাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১,০০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।