বালুরঘাটে আদিবাসী সংগঠনগুলির আন্দোলন। মঙ্গলবার ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন-এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় আদিবাসীদের উপর চলা অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত হোস্টেল খোলার দাবিও জানানো হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী নেতৃত্বরা।