ডাম্পারের চাকার নীচে পরে গুরুতর আহত হলো এক প্রবীণ ব্যক্তি।এই ঘটনা আলিপুরদুয়ার -১ ব্লকের মথুরা হাটখোলা এলাকায়।শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ জানা যায় মথুরা এলাকার ওই প্রবীণ ব্যক্তি এদিন গুরুতর আহত হয়েছে।বাজার থেকে বাড়ি ফেরার সময় মথুরা হাটখোলায় এক ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে ওই প্রবীণ বাসিন্দার।ডাম্পারের সামনের চাকার নীচে ওই প্রবীণ বাসিন্দার দেহের কিছু অংশ চাপা পড়ে।