শ্রীভূমি শহরের মধ্যবর্তী নটিয়াখালের উপর হাসপাতাল রোড এবং সুভাষনগর-বনমালী রোড সংযোগ স্থলে বহু বছর পূর্বে নির্মিত বাঁধের নিচে থেকে কিছুদিন পূর্বে মাটি সরে যাওয়ায় যানবাহন চালাচল এবং মানুষের যাতায়াতে অনেক সমস্যার সৃষ্টি হয়। শুক্রবার পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ এবং অন্যান্যদেরকে সেই স্থান পরিদর্শন করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য।